আজ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শেইন ব্ল্যাক পরিচালিত সায়েন্স ফিকশন হরর অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘দ্য প্রিডেটর’। একই দিনে রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে ‘প্রিডেটর’ সিরিজের নতুন এই সিনেমাটি।
ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বয়েড হলব্রুক, ট্রেভান্ট রোডস, অলিভিয়া মান, আলফি অ্যালেন, থমাস জেইন, স্টার্লিং কে ব্রাউন, জ্যাকব ট্রেম্বলে প্রমূখ।
১৯৮৭ সালে যাত্রা শুরু হয় ‘প্রিডেটর’ সিরিজের। ১৯৯০ সালে আসে দ্বিতীয় সিনেমা ‘প্রিডেটর ২’, ২০১০ সালে আসে তৃতীয় সিনেমা ‘প্রিডেটরস’ এবং সর্বশেষ আট বছর পর এবার এলো চতুর্থ সিনেমা ‘দ্য প্রিডেটর’।
চলতি মাসের ৬ তারিখে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়। এরপর থেকে দর্শক, সমালোচকসহ বিভিন্ন মহলে ছবিটি নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়। ফলে দর্শকসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই এটি নিয়ে ব্যাপক আশাবাদী।