নায়ক সালমান শাহ ও কণ্ঠশিল্পী আগুন দু’জন ভালো বন্ধু ছিলেন। ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে একসাথে শুরু হয় তাদের ক্যারিয়ার। আগুনের কন্ঠে বেশিরভাগ সময়েই ঠোঁট মিলিয়েছন সালমান। তবে ক্যারিয়ারের মাত্র তিন বছরের মাথায় বন্ধুত্বের বাঁধন ছিন্ন করে পরপারে পাড়ি জমান জনপ্রিয় এই নায়ক। আর বন্ধু সালমানের স্মৃতি নিয়ে ২২ বছর কাটিয়ে দেয়া আগুন এবার গাইলেন সালমান শাহ’র সিনেমা নিয়ে গান। একটি গানে প্রকাশ পেয়েছে সালমান শাহের ২৫টি সিনেমা। আগামী ১৯ সেপ্টেম্বর সালমান শাহের জন্মদিন উপলক্ষে ‘লাভ ইউ সালমান শাহ’ শিরোনামের এই গানটি প্রকাশ করা হবে নূর ক্রিয়েশনস এর পরিকল্পনায়।
গানটি লিখেছেন যৌথভাবে নীহার আহমেদ ও নবাব আমিন। মুরাদ নূরের সুরে এর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। অন্তরে অন্তরে তোমাকে চাই/ জীবন সংসারে তোমাকে চাই/ প্রেম পিয়াসী আমি স্বপ্নের নায়ক/ স্বপ্নের ঠিকানা তুমি যে তাই। এমন লিরিক্সে শুরু গানটি কথা।
এ গান প্রসঙ্গে সঙ্গীতশিল্পীআগুন জানান, ‘আমার আর সালমানের ক্যারিয়ার একসঙ্গে শুরু। আমরা ছিলাম একে অপরের পরিপূরক। সুরকার মুরাদ নূর এই গানটির পরিকল্পনা শেয়ার করলে আমি বেশ আবেগী হয়ে যাই। নিজস্ব দায়বদ্ধতা থেকেই কাজটি করা। চমৎকার কথা ও সুরের মেলবন্ধনে গানটি তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি, সবার ভালো লাগবে। এভাবেই আমাদের অন্তরে বেঁচে থাকুক সালমান শাহ।’
গানটির পরিকল্পক ও সুরকার মুরাদ নূর বলেন, ‘আমি বরাবরই একটু ভিন্ন কিছু করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সালমান শাহকে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি, তবে ওনাকে অন্তরে লালন করি। দুই গীতিকার ও আগুন ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় স্বপ্নের কাজটি করতে পেরেছি।’
মুরাদ নূর জানান, এরমধ্যে নূর ক্রিয়েশনস-এর ব্যানারে গানটির ভিডিও শুটিং চলছে। আগুন ছাড়াও এতে অংশ নিচ্ছেন সালমানের বেশ ক’জন সহশিল্পী। থাকছেন তাকে নিয়ে সিনেমা বানানো নির্মাতারাও।