‘ও প্রিয়া তুমি কোথায়’ কণ্ঠশিল্পী আসিফ আকবরের বহুল জনপ্রিয় গানটি এখনও শ্রোতাদের মুখে মুখে। আসিফের গাওয়া সেই প্রিয়া এখন কেমন আছে এরকম একটি খোঁজ জানতে চেয়ে বাজারে আসছে ‘ও প্রিয়া তুমি কেমন আছো’ শিরোনামের আরেকটি গান। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘ও প্রিয়া তুমি কোথায়’ এর ১৭ বছর পর ‘ও প্রিয়া তুমি কেমন আছো’। গানটি দর্শক শ্রোতাদের পছন্দ হবে বলে মনে করেন কন্ঠশিল্পী আসিফ।
নতুন এই গানটি লিখেছেনে স্নেহাশীষ ঘোষ। সুর করেছেন মোহাম্মদ মিলন এবং সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি।
এ প্রসঙ্গে গায়ক আসিফ বলেন, ‘ও প্রিয়া তুমি কেমন আছো’ এতটাই ভালো হয়েছে যে আমার মনে হয় ১৭ বছর আগে প্রকাশিত হওয়া আমার ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটিকে এই গান অসম্মান করবে না। শ্রোতারা ওই গানের মতো এই গানেও বুঁদ হয়ে যাবে।
স্নেহাশীষ ঘোষ জানান, ছোটবেলা থেকেই আসিফ ভাই আমার প্রিয় একজন শিল্পী। তার গাওয়া ‘ও প্রিয়া তুমি কোথায়’ ছোটবেলাতেই মানুষের মুখে মুখে শুনেছি। সেই গানের সিকুয়েল লিখতে পারা যেমন ভালো লাগার তেমন চ্যালেঞ্জের বিষয়ও। চেষ্টা ছিলো ভালো কিছু করার। এখন শ্রোতারা যদি গানটি পছন্দ করে তবেই আমাদের সার্থকতা।
সৈকত রেজার নির্দেশনায় গানটির মিউজিক ভিডিওর শুটিংও শেষ হয়েছে। এতে মডেল হিসেবে আসিফের সঙ্গে রয়েছেন সূচনা। খুব শিগগিরই মিউজিক ভিডিওটি প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হবে।