ঢাকাই সিনেমার অভিনেতা অভিনেত্রীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনে অংশ নেবেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সম্প্রতি একটি গণমাধ্যমে তিনি এই অভিব্যক্তি প্রকাশ করেন।
বেশ কিছুদিন ধরে ফিল্মপাড়ার অনেকেই তাকে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেয়ার পরামর্শ দিয়েছে বলে জানান চিত্রনায়িকাপরী। তিনি বলেন, প্রথমে আমি খুব একটা পাত্তা দেইনি। পরে ভেবে দেখলাম, বিষয়টা মন্দ নয়। আমি সবসময় চেয়েছি শিল্পীদের জন্য কাজ করতে। হোক সেটা প্রত্যক্ষভাবে, নয়তো নেপথ্যে। আর যেহেতু সমিতিটা শিল্পীদের তাই নির্বাচন করা যেতেই পারে। এখানে তো আমরা আমরাই। অর্থ্যাৎ সবাই তো ফিল্মপাড়ার।
কোন পদের জন্য লড়বেন এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, যারা আমাকে উৎসাহ দিচ্ছেন তারা প্রত্যেকেই বড় পদে লড়াইয়ের পরামর্শ দিয়েছেন। তবে কোন পদে নির্বাচনের ইচ্ছা রয়েছে সেটা এখনই বলতে চাচ্ছি না। মাঠে যেহেতু নামব, বড় পদের জন্যই নামব।
নির্বাচনের বিষয়টা কোনো স্ট্যান্টবাজি নয় উল্লেখ করে এই আলোচিত নায়িকা জানান, মনের ইচ্ছা থেকেই বলছি, পরবর্তী নির্বাচনে ইনশাআল্লাহ অংশ নেব। বাকিটা তো সময়ই বলে দেবে।
উল্লেখ্য, বরাবরই পরীমনি অসচ্ছলদের সহযোগিতায় এগিয়ে আসেন। বিভিন্ন সময়ে দাতব্য ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ ছিলো চেখে পরার মত। এছাড়া গত তিন বছর ধরে এফডিসিতে গরু কোরবানি দিয়ে গোশত বিলিয়েছেন তিনি।