মহাসমারহে অনুষ্ঠিত হলো ‘গাঙচিল’ সিনেমার মহরত। বুধবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অভিনেতা, অভিনেত্রী, পরিচালকসহ ছবি সংশ্লিষ্টদের পাশাপাশি উপস্থিত ছিলেন বর্তমান সরকারের চার মন্ত্রী।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় তারা সুন্দর চিত্রনাট্যের মাধ্যমে সিনেমাটিকে চমৎকারভাবে উপস্থাপন করবেন বলে আশা প্রকাশ করে সিনেমাটির সাফল্য কামনা করেন।
মহরতে আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অভিনেতা তারিক আনাম খান, টালিউড অভিনেত্রীঋতুপর্ণা সেনগুপ্ত, চিত্রনায়িকাপূর্ণিমা, চিত্রনায়কফেরদৌস, পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুলসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।
ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস অবলম্বনে মারুফ রেহমান ও কলকাতার প্রিয় চট্টোপাধ্যায় ছবিটির চিত্রনাট্য লিখেছেন। নুজাত ফিল্মস ও ইচ্ছেমতোর প্রয়োজনায় নির্মিত এই ছবির শুটিং শুরু হবে অক্টোবর মাসে। প্রথমে ঢাকায়, তারপরে নোয়াখালীতে চলবে টানা শুটিং- এমনটাই জানিয়েছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।