আসন্ন ৭ম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে অরুণ চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘আলতা বানু’। সম্প্রতি কানাডার টরোন্টো, উত্তর কোরিয়া পিয়ঙ ইয়ঙ চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হয় চলচ্চিত্রটি। কলকাতায়ও দেখানো হয়েছে ছবিটি। নির্মাতা অরুণ চৌধুরী জানিয়েছেন, এবারের দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে ‘আলতা বানু’।
গত এপ্রিলে দেশজুড়ে মুক্তি পায় অরুণ চৌধুরী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম’র ছবি ‘আলতা বানু’। মুক্তির পর ছবিটি সব শ্রেণির দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত হয়।
আগামি ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে দিল্লির ৭ম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এনডিএমসি কনভেনশন সেন্টার এবং সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হবে এই উৎসব।
‘আলতা বানু’ দুই বোনের গল্প। তাদের চিরবন্ধন ও বিচ্ছেদ যন্ত্রনার গল্প। ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে নির্মিত ছবিটির চিত্রনাট্য করেছেন বৃন্দাবন দাস।
ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও আনিসুর রহমান মিলন। এছাড়াও রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, সাবেরী আলমসহ আরও অনেকে ছবিটিতে অভিনয় করেন।