নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৮’-এর যুগপূর্তি আসরে আজীবন সম্মাননা দেওয়া হবে সুবীর নন্দীকে। চ্যানেল আইয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর হবিগঞ্জের ‘দ্যা প্যালেস’ হোটেলের উন্মুক্ত চত্বরে এবার বসবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৮ পাওয়ার্ড বাই সেভেন আপ এর চূড়ান্ত পর্বের জমকালো আসর। তিন ঘণ্টার জাকজমকপূর্ণ এই পর্বের উপস্থাপনায় ফারজানা ব্রাউনিয়া ও পরিচালনায় রয়েছে ইজাজ খান স্বপন।
এই আয়োজনে আজীবন সম্মাননাসহ ১৬টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার এবং ৬ ক্যাটাগরিতে গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ডস দেয়া হবে। ক্যাটাগরিগুলোর মধ্যে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোক সঙ্গীত, গীতিকার, সঙ্গীত পরিচালক, মিউজিক ভিডিও, কাভার ডিজাইন, সাউন্ড ইঞ্জিনিয়ার, আধুনিক গান-২টা, ব্যান্ড, নবাগত, ছায়াছবির গান এবং উচ্চাঙ্গ সঙ্গীত (কণ্ঠ)। এ সব ক্যাটাগরিতে দেয়া হবে পুরস্কার। গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ডস-এর ক্যাটাগরিতে রয়েছে রবীন্দ্র, নজরুল, লোক, ছায়াছবি, আধুনিক এবং গোল্ডেন মেকার।
২০০৪ সালে সিটিসেলের সহযোগিতায় শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের। চলতি বছর একযুগ পূর্তি হতে যাচ্ছে জনপ্রিয় এ সঙ্গীত পুরস্কারের আসরের। এ বছর এ আয়োজনের মাধ্যমে সঙ্গীতের বিভিন্ন শাখার সকল শিল্পী একই মঞ্চে আবারও একত্রিত হবেন।
আয়োজনের দিক দিয়ে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এ প্রতিবারই কিছু না কিছু চমক থাকে । এ চমকের অংশ হিসেবে এবার যুক্ত হচ্ছে দুই যুগেরও অধিক যাদের সঙ্গীত জগতে বিরচণ তাদের নিয়ে এবারের আসর থেকে শুরু হবে ‘গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ড’।
অনুষ্ঠানে অংশ নেবেন- মমতাজ, সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মিতালী মুখার্জী, চন্দনা মজুমদার, ফেরদৌস আরা, রেজওয়ানা চৌধুরী বন্যা, আফজাল হোসেন, কনা, মেহরীন, কোনাল, এলিটা, অনিমা রায়, নুসরাত ফারিয়া প্রমূখ।