বিখ্যাত তুর্কি সিরিয়াল ‘জান্নাত’ আসছে বাংলাদেশে। শিঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে বাংলায় সম্প্রচার শুরু হবে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই সিরিয়ালটি।
পারিবারিক গল্প নির্ভর ‘জান্নাত’ সিরিয়াল বাংলাদেশে নিয়ে এসেছে ‘বঙ্গ’। দীপক সুমনের তত্ত্বাবধায়নে এটি ডাবিং করেছে ‘প্ল্যাটফর্ম’। পরিবেশনায় আছে ‘ভি থ্রি কমিউনিকেশন্স প্রাইভেট লিমিটেড’।
২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে ধারাবাহিকটি তুরস্কে প্রচারিত হয়। ‘সুরেজ ফিল্ম’-এর প্রযোজনায় জনপ্রিয় কোরিয়ান ডেইলি সোপ ‘টিয়ার্স অব হ্যাভেন’-এর কাহিনি অবলম্বনে এটি নির্মাণ করেন সাদুল্লাহ জেলেন। কিম ইয়োন-শিনের রচনায় কোরিয়ান ডেইলি সোপটি পরিচালনা করেছিলেন য়ু জি-ওয়োন।
একটি এতিম মেয়ের জীবন সংগ্রামকে কেন্দ্র করে ‘জান্নাত’-এর কাহিনি আবর্তিত হয়েছে। দারিদ্র্যের মধ্যে বড় হওয়া মেয়েটি যখন আর্কিটেক্ট হয়ে তার স্বপ্নের ফার্মে চাকরি পায়, তখন ভাবে অবশেষে তার জীবনের দুঃখ-দুর্দশা দূর হতে শুরু করেছে। সাফল্য ধরা দিতে শুরু করেছে। অথচ সেই চাকরি পাওয়ার ঘটনা থেকেই তার জীবনে নতুন করে জটিলতার সৃষ্টি হতে থাকে। তাকে ফেলে যাওয়া মা আবারও তার জীবনে ফিরে আসে। তবে মাতৃসুলভ ভালোবাসা নিয়ে নয়, বরং তার প্রতি তীব্র বিদ্বেষ নিয়েই তার জীবনে আবির্ভূত হয়।