হালের জনপ্রিয় তারকা বাপ্পী চৌধুরী ও অধরা খান অভিনীত ‘নায়ক’ সিনেমা এখন সেন্সরে আছে। গত ২০ সেপ্টেম্বর ছবি সেখানে জমা দেয়া হয়। সেন্সর কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, রবিবার ছবিটি সেন্সরে প্রদর্শিত হবে।
ছবির পরিচালকইস্পাহানি আরিফ জাহান জানান, ‘নায়ক দর্শকরা যে ধরনের ছবি চায় সেটা মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে। তাই ছবিটি তাড়াহুড়া করে আমি মুক্তি দিতে চাই না। দর্শকদের আমরা একটি ভালো সিনেমা উপহার দেয়ার চেষ্টা করছি। ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে। সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই ভালো দিনক্ষণ দেখে সিদ্ধান্ত নেয়া হবে কবে মুক্তি দেয়া হবে।’
‘নায়ক’ একটি অন্যতম ভালো ছবি হবে বলে দাবি করে চিত্রনায়কবাপ্পি চৌধুরী বলেন, ‘নায়ক অন্যতম ভালো একটি ছবি হবে। কারণ ছবিটিতে বিনোদনের সব কিছুই রয়েছে। সঠিকভাবে প্রচার প্রচারণা চালিয়ে ছবিটি মুক্তি দিলে আমার বিশ্বাস দর্শকরা ছবিটি গ্রহণ করবেন।’
চিত্রনায়িকাঅধরা খান জানান, ‘ছবিটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। ছবিটির সব কিছুই প্রপারলি করার চেষ্টা করেছেন পরিচালক। আশা করি মুক্তি পেলে দর্শকরা ছবিটি দেখে আনন্দ পাবেন।’
যাদুকাঠি মিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্রে বাপ্পী ও অধরা প্রথমবারের মত জুটি বেধেছেন। ছবিতে তারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, রেবেকা, শিমুল খান, আঞ্জুমান আরা বকুল প্রমুখ।