দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ডুব’। সিনেমাটি মুক্তির আগ থেকেই জন্ম দিয়েছে অনেক আলোচনা সমালোচনার। নানা বাধা বিপত্তি পেরিয়ে গত বছর ২৭ অক্টোবর দেশে ও কলকাতায় মুক্তি পাওয়ার পর দর্শক এবং সমালোচকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়ার ঝড়। সেই ঝড় থেমে গেলোও এবার আসলো ‘ডুব’-এর নতুন খবর। আসন্ন অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এই ছবিটি, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও বাংলাদেশ অস্কার কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলন তিনি বলেন, ‘ডুব’ ছবিটি ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ৯১তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)-এ ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে।
এসময় বাংলাদেশের অস্কার কমিটির নয় সদস্যের পাশাপাশি ‘ডুব’-এর প্রযোজক আবদুল আজিজ, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
ইতোমধ্যেই ছবিটি দেশে বিদেশে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে। জাজ মাল্টিমিডিয়া, এসকে মুভিজ এবং ইরফান খান ফিল্মসের প্রযোজিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী এবং পার্ণো মিত্র।