আনকাট সেন্সর পেলো হালের জনপ্রিয় তারকা বাপ্পী চৌধুরী ও অধরা খান অভিনীত ‘নায়ক’ সিনেমা। রোববার চলচ্চিত্রটি দেখেন সেন্সর বোর্ডের সদস্যরা। ওইদিনই সেন্সর সনদ দেয়া হয় বলে জানান ছবির নায়িকা অধরা খান।
জানা গেছে, খুব শিঘ্রই সিনেমাটি মুক্তি দেয়া হবে। যাদুকাঠি মিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
‘নায়ক’ ছবিতে বাপ্পী ও অধরা প্রথমবারের মত জুটি বেধেছেন। ছবিতে তারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, রেবেকা, শিমুল খান, আঞ্জুমান আরা বকুল প্রমুখ।