সব বাধা পেরিয়ে অবশেষে শতাধিক সিনেমা হলে মুক্তি পেলো শাকিব খান অভিনীত ওপার বাংলার সিনেমা ‘নাকাব’। এর আগে গত সপ্তাহে কলকাতার শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো ছবিটি। কলকাতার শীর্ষ স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের এই ছবিটি বাংলাদেশে আমদানী করেছে জাজ মাল্টিমিডিয়া।
কথা ছিলো, ‘নাকাব’ দুই বাংলায় এক সাথে মুক্তি দেয়া হবে। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন, সেন্সরসহ বিভিন্ন জটিলতার কারণে সেটা সম্ভব হয় নি।
তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত সপ্তাহে চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। বৃহস্পতিবার বিনা কর্তনে ছবিটি মুক্তির অনুমতি পায়।
রাজিব বিশ্বাস পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দুই জনপ্রিয় চিত্রনায়িকানুসরাত ও সায়ন্তিকা। এতে শাকিব খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এছাড়া আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়, অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সাদেক বাচ্চু প্রমূখ।
উল্লেখ্য, ‘নাকাব’ ছবির বিনিময়ে কলকাতায় যাচ্ছে বিদ্যা সিনহা মিম ও ওম অভিনীত ‘পাষাণ’।