এবারের ডিরেক্টরস গিল্ড নির্বাচনে জনপ্রিয় নির্মাতা সালাউদ্দিন লাভলু সভাপতি এবং এস এ হক অলিক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন শনিবার দুপুরে এই ফলাফল ঘোষণা করেন।
গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে টেলিভিশন নাটকের পরিচালকদের এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আমজাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার এবং মামুনুর রশীদ ও এস এম মহসীন সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
সহ সভাপতি পদে কচি খন্দকার, শহীদ রায়হান ও বদরুল আলম সৌদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হৃদি হক ও ফরিদুল হাসান, অর্থ সম্পাদক পদে সাজ্জাদ সানি, সাংগঠনিক সম্পাদক পদে তুহিন হোসেন, প্রচার সম্পাদক পদে পিকলু চৌধুরী এবং কার্যনির্বাহি সদস্য পদে গাজী রাকায়েত, রাশেদা আক্তার লাজুক, শিহাব শাহীন, প্রীতি দত্ত, ফেরারী অমিত, মারুফ মিঠু, শেখ রুনা, সহিদ-উন-নবী, সাজ্জাদ সুমন ও মাহমুদ দিদার নির্বাচিত হয়েছেন।