নিজস্ব প্রতিবেদক:
ঈদের পরে বেশ কয়েক সপ্তাহ কোন চলচ্চিত্র মুক্তি পায় নি। ফলে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে দেখা দেয় হতাশা। সেই হতাশা কাটাতে গত ২৮ সেপ্টেম্বর শতাধিক সিনেমা হলে মুক্তি পায় শাকিব খান অভিনীত ওপার বাংলার সিনেমা ‘নাকাব’।
জানা গেছে, শাকিব খানের নাকাব দর্শকদের মধ্যে বেশ আলোড়ন ফেলেছে। এবার পুরো অক্টোবর মাস জুড়ে মুক্তি পাচ্ছে ফেরদৌস, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, চঞ্চল চৌধুরীসহ আরও অনেকের ছবি।
আগামী সপ্তাহ মানে ৫ই অক্টোবর মুক্তি পাচ্ছে এ কে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’। এতে মাহিয়া মাহির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রোকন উদ্দিন। এতে আরও থাকছেন ফেরদৌস, মৌসুমী, সুচরিতা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, প্রবীর মিত্র, ইলিয়াস কোবরা প্রমুখ।
সর্বশেষ তথ্যমতে, ১২ই অক্টোবর মুক্তি পাচ্ছে ৩টি ছবি। এর মধ্যে বাপ্পী চৌধুরীর ২টি। যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহানের ‘নায়ক’ এবং এম এ সাখাওয়াত হোসেনের ‘আসমানী’। ‘নায়ক’ ছবিতে বাপ্পী ও নবাগত অধরা প্রথমবারের মত জুটি বেধেছেন। ছবিতে তারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, রেবেকা, শিমুল খান, আঞ্জুমান আরা বকুল প্রমুখ।
‘আসমানী’ সিনেমায় বাপ্পি ও নবাগত সুস্মি রহমান ছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, অরুণা বিশ্বাস প্রমুখ।
এছাড়া চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা নিঝুম রুবিনা অভিনীত ছবি ‘মেঘকন্যা’ মুক্তি পাচ্ছে ১২ অক্টোবর। এতে আরও অভিনয় করেছেন সুচরিতা, শম্পা হাসনাইন, ঋদ্ধ প্রমুখ।
চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত চলচ্চিত্র ‘অন্ধকার জগত : দ্য ডার্ক’ মুক্তি পাচ্ছে ১৯ অক্টোবর। এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। এসজি প্রোডাকশন প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
জয়া আহসান ও চঞ্চল চৌধুরী অভিনীত অনম বিশ্বাস পরিচালিত বহুল আলোচিত ‘দেবী’ অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথমে ‘দেবী’ গত ৭ সেপ্টেম্বর মুক্তি দেয়ার কথা ছিলো। কিন্তু পরে সিনেমাটির অভিনেত্রী ও প্রযোজক জয়া জানিয়েছেন, এটি অক্টোবরের মাঝামাঝি কোনো এক সময়ে মুক্তি দেয়া হবে।
এদিকে শামীমুল ইসলাম শামীম পরিচালিত কায়েস আরজু ও পরী মণি অভিনীত ‘প্রেম আমার প্রিয়া’ এবং শাহিন সুমন পরিচালিত সাইমন সাদিক ও অধরা খান অভিনীত ‘মাতাল’ সিনেমাটিও রয়েছে মুক্তির তালিকায়।