নিজস্ব প্রতিবেদক:
বাংলা চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক জসিম। চলচ্চিত্রে তাঁর আগমন ঘটেছিলো খলনায়ক হিসেবে। প্রযোজক ও ফাইট ডিরেক্টরও ছিলেন তিনি। সকল ক্ষেত্রেই পেয়েছেন সফলতা। অংশগ্রহণ করেছিলেন মহান মুক্তিযুদ্ধে। ১৯৯৮ সালের আজকের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আমাদের ছেড়ে চলে যান এই কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব।
‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে জসিম খলনায়ক হিসেবে অভিনয় জীবন শুরু করেন। খলনায়ক হিসেবে ঢালিউডে তিনি দীর্ঘদিন একক রাজত্ব করেন।
এরপর দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘সবুজ সাথী’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রনায়ক হিসেবে তাঁর আবির্ভাব হয়। দর্শকপ্রিয়তা ধারাবাহিকতায় আশির দশকের প্রায় সকল জনপ্রিয় নায়িকার বিপরীতেই অভিনয় করেছেন এই অ্যাকশন হিরো। তবে চিত্রনায়িকা শাবানা ও রোজিনার সঙ্গে তার জুটিই সবচেয়ে বেশি জনপ্রিয়তার অর্জন করেছিল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাপটের সঙ্গে চিত্রনায়ক হিসেবেই অভিনয় করে গেছেন।
চিত্রনায়ক জসিমের আরও খবর :
⇒ চিত্রনায়ক জসিমের প্রয়াণের দিন আজ
প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে চির অমর হয়ে রয়েছেন এই খ্যাতনামা অভিনেতা। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে ‘দোস্ত দুশমন’, ‘তুফান’, ‘নাগ নাগিনী’, ‘বদলা’, ‘বারুদ’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘নবাবজাদা’, ‘লালু মাস্তান’, ‘অভিযান’, ‘বাংলার নায়ক’, ‘জবাব’, ‘কালিয়া’, ‘গরিবের ওস্তাদ’, ‘ভাইবোন’, ‘মেয়েরাও মানুষ’, ‘পরিবার’, ‘রাজা বাবু’, ‘বুকের ধন’, ‘স্বামী কেন আসামী’ অন্যতম।