সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন বললেন, ‘‘আনন্দ অশ্রু’তে আমাকে একজন বড় ব্যবসায়ীর ছেলের চরিত্রে দেখা যাবে। তবে আমার চরিত্রে বেশ কয়েকটি ভ্যারিয়েশন থাকবে। আশা করি দর্শকের ভালো লাগবে।’
‘আনন্দ অশ্রু’ সালমান শাহ ও শাবনূর অভিনীত নব্বইয়ের দশকের একটি সাড়া জাগানো ছবি। শিবলী সাদিক পরিচালিত ওই ছবির সাথে এই ছবির কোন মিল থাকছেন না বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এই ছবিটির গল্প লিখেছেন সুদীপ্ত সাইদ খান। সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন আসাদ জামান।
সাইমন, মাহি ও জয় ছাড়া এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, মারুফ প্রমুখ।