হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত সিনেমা ‘দেবী’র প্রচারণায় প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান নিয়েছেন অভিনব পদ্ধতি। মুক্তির বহু আগে থেকেই প্রচারণায় তিনি এনেছেন নতুনত্ব। মুক্তির আগে ছবির অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে একটি বেসরকারি চ্যানেলে রাত ১০ টার খবর পড়ে আলোচনার জন্ম দেন। তার প্রচার প্রচারণার ভূয়সী প্রসংসা করেন দেশে বিদেশের দর্শক।
‘দেবী’ মুক্তি পাওয়ার পর ছুটেছেন ঢাকা ও ঢাকার বাইরের হলগুলোতে। আর এবার চট্টগ্রামের সিলভার স্ক্রিন সিনেমা হলে টিকিট কাউন্টারে ঢুকে ছবির আরেক অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে টিকিট বিক্রি করলেন জয়া। তার এই কর্মকান্ডে খুশি দর্শকসহ সবাই। কাউন্টারে ৩০ মিনিট ধরে তিনি টিকেট বিক্রি করেছেন বলে জানা যায়।
এ বিষয়ে জয়া আহসান বলেন, আমরা দু’জন প্রায় আধা ঘণ্টা সময় টিকিট বিক্রি করেছি। আমরা গতানুগতিক কিছু করতে চাইনি। আমাদের ছবিটাও গতানুগতিক কিছু নয়। আমরা বরাবরই চাই দর্শকদের একটু সারপ্রাইজ দিতে, তাদের সঙ্গে একটু মজা করতে এবং নানা আবহে মিশে যেতে। চট্টগ্রামের সিলভার স্ক্রিনে এসেও তাই করলাম। খুব মজা পেয়েছি টিকিট কাটতে আসা দর্শকদের চমকে দিয়ে। শিখে নিলাম কেমন করে টিকিট বিক্রি করতে হয়! তিনি বলেন, দুপুর ২ টা ৪৫ মিনিটের শো-এর টিকিট বিক্রি করেছি।
শবনম ফারিয়া জানালেন, তিনি ছবির প্রচারণায় অসুস্থ শরীর নিয়েও ছুটে বেড়াচ্ছেন। তিনি বলেন, রবিবার ও সোমবার দু’দিনই চট্টগ্রামে থাকবো। ছবির শুটিং আর মুক্তি শেষ মানেই কাজ শেষ নয়। ছবিটা মানুষ ঠিকভাবে দেখলেন কিনা সেটা খোঁজ নেয়াটাও দায়িত্ব।