জঙ্গিবাদ নিয়ে নির্মাণ হয়েছে একটি বিদ্রোহী সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’। ছবিটি বিনা কর্তনে সেন্সর সনদ পেয়ে এখন মুক্তির অপেক্ষায়। নভেম্বরেই ছবিটি হলে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রযোজক খিজির হায়াত খান। এ ছবিতে তিনি মুল চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন আখতার উল ঈমান। ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।
এ বিষয়ে সিনেমাটির প্রযোজক ও অভিনেতা খিজির হায়াত খান জানান, ‘মিস্টার বাংলাদেশ’র মূল চেতনা জাতীয় কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতার মতোই মিস্টার বাংলাদেশ একজন বিদ্রোহী, জঙ্গিবাদের বিরুদ্ধে একজন বিদ্রোহী। তিনি বলেন, পুরো টিমের বহু পরিশ্রমের ছবি এটি। সেন্সর ছাড়পত্র পাবার পর বেশ ভালো লাগছে। নভেম্বরে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।
হাসনাত পিয়াসকে সাথে নিয়ে ছবিটির কাহিনী ও চিত্রনাট্য করেছেন খিজির হায়াত খান নিজেই। এতে খিজির হায়াত খান সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন। একজন সাংবাদিক হয়ে কীভাবে জঙ্গি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং কীভাবে তা প্রতিরোধ করেন, তা এই চলচ্চিত্রে ফুটে উঠেছে।
ছবিতে খিজির হায়াত খানের বিপরীতে অভিনয় করেছেন লাক্স তারকা শানারেই দেবী শানু। ভিলেন চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের অন্যতম আলোচিত টাইগার রবি। এই চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে ইউটিউব সেলিব্রিটি সোলাইমান সুখন ও শামীম হাসান সরকারের।
এর আগে ‘জাগো’ সিনেমাটি পরিচালনা করেছেন খিজির হায়াত খান।