পাঁচ বছরে পদার্পণ করলো তথ্য মন্ত্রনালয়ের অধিকৃত চলচ্চিত্র ও টেলিভিশন প্রশিক্ষণের একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)। ২০১৩ সালের ১ নভেম্বর ‘বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট’ আইন পাশের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের প্রথম কোর্সের উদ্বোধন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শণের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী রফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তথ্য সচিব আব্দুল মালেক, গর্ভনিং বডির সদস্য অভিনেতা ও পরিচালক সৈয়দ হাসান ইমাম, কোর্স পরিচালক নির্মাতা মানজারে হাসীণ মুরাদ, ম. হামিদ, বিসিটিআইয়ের পরিচালক মারুফ নেওয়াজ প্রমুখ।
অনুষ্ঠানে ২য় চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ (স্নাতকোত্তর ডিপ্লোমা) কোর্স ও ৩য় টেলিভিশন অনুষ্ঠান (প্রযোজনা ডিপ্লোমা) কোর্স- এর উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী এ সময় তাঁর বক্তব্যে বলেন, চলচ্চিত্রের উন্নয়নে এ সরকার কাজ করে যাচ্ছে। চলচ্চিত্র ইনস্টিটিউটের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। শীঘ্রই শুরু হবে এর ভবন নির্মাণের কাজ। আর এ জন্য চলচ্চিত্র বান্ধব সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। বর্তমান মহাজোটকেই এ জন্য আবারও ক্ষমতায় আনতে হবে। এ সময় তিনি সবাইকে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে চলচ্চিত্র ও টেলিভিশন কোর্সের প্রশিক্ষণার্থীদের নির্মিত চলচ্চিত্র ও টেলিভিশন প্রোডাকশন প্রদর্শিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ২য় চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ (স্নাতকোত্তর ডিপ্লোমা) কোর্সের প্রশিক্ষণার্থী জুয়েইরিযাহ মউ।