কবি জসীমউদ্দীনের ‘আসমানী’ কবিতার ছায়া অবলম্বনে নির্মিত গ্রামীণ আবহের সিনেমা ‘আসমানী’ শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও নবাগত চিত্রনায়িকা সুস্মি রহমান অভিনীত ছবিটি পরিচালনা করেছেন এম এ সাখাওয়াত হোসেন। ছবিটি দেশের ৩৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
এ ব্যাপারে পরিচালক এম এ সাখাওয়াত হোসেন জানান, ‘এর আগে কয়েক দফা ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। তবে মুক্তি দেওয়া যায়নি। সবাইকে আমি অনুরোধ করব সিনেমা হলে এসে আপনারা ছবিটি দেখুন। অনেক যত্ন করে আমি ছবিটি নির্মাণ করেছি। ছবিটি আপনাদের ভালো লাগবে বলে আশা করি।’
ছবির নায়ক বাপ্পী চৌধুরী বলেন, ‘গ্রামের সাধারণ ছেলে ও শহরের স্মার্টবয় হিসেবে আমাকে এ ছবিতে দেখা যাবে। গল্পের প্রয়োজনে আমাকে কয়েকটি রূপ ধারণ করতে হয়েছে। দর্শকদের বলবো আপনারা হলে এসে ছবিটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ছবিটি দেখে আপনারা বিনোদন পাবেন। ভালো লাগার মতো অনেক উপাদান আছে এই ছবিতে।’