আর কয়েকদিন পরেই বাজবে বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের সানাই। শুক্রবার থেকে নন্দী পূজার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রস্তুতি শুরু হয়েছে এই সুপারস্টার জুটির বিয়ের আনুষ্ঠানিকতা।
বেঙ্গালুরের নিজ বাড়িতে অনুষ্ঠিত বিয়েপূর্ব এই পূজাতে সব্যসাচীর ডিজাইন করা কমলা রঙের স্যুট পড়ে হাজির হয়েছিলেন দীপিকা। কানে পরেছিলেন সুন্দর একটি কানবালা। এ অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি দীপিকা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন যাত্রা শুরু।’
আসছে ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর কাছে একটি ভিলাতে অনুষ্ঠিত হবে বিয়ের কার্যক্রম। এ নিয়ে ভক্তদের মধ্যেও শুরু হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপণা। ২১ অক্টোবর রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন এক যৌথ বিবৃতি ইনস্ট্রগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট করেন। সেখানে ইংরেজি ও হিন্দিভাষায় লেখা বিবৃতিতে তারা বিয়ের ঘোষণা দেন।
তারা লেখেন, ‘পরিবারের আশীর্বাদ নিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বিয়ের আয়োজন সম্পন্ন হবে আসছে ১৪ ও ১৫ নভেম্বর। বিগত বছরগুলোতে আপনারা আমাদের যেভাবে ভালোবেসে এসেছেন সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, একইসঙ্গে আমাদের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার এই শুভযাত্রায় আপনাদের আশীর্বাদ চাইছি।’ দীর্ঘ ছয় বছর প্রেমের পর তারা বাঁধছেন ঘর।
বিয়ের অতিথির তালিকা খুব সামান্য রেখেছেন তারা। শুধুমাত্র পরিবার ও কাছের কিছু বন্ধু-বান্ধবরাই অংশ নিবেন এই বিয়েতে। আগামী ১ ডিসেম্বর বেঙ্গালুরে বলিউডের এই দুই সুপারস্টারের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।