বহুল প্রতিক্ষিত সিনেমা অ্যাকশন সিনেমা ‘রোবট’ এর সিক্যুয়াল ‘টু পয়েন্ট জিরো’ বা ‘রোবট টু ’র ট্রেলার মুক্তি পেল ইউটিউবে। শনিবার এ ট্রেলার মুক্তির পর ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামী ২৯ নভেম্বর ছবিটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
দক্ষিণ ভারতের সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ‘রোবট’ এর নায়ক রজনীকান্ত-এর সঙ্গে এবার অভিনয় করেছেন বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমার।
ট্রেলারটিতে দেখা যায়, মানুষ কতটা প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে, প্রযুক্তি জীবন কতটা সহজ করে দিচ্ছে কিন্তু একই সঙ্গে এটি হতে পারে বিপদের কারণ। অ্যাকশনে ভরপুর এ ট্রেলারটির মূল আকর্ষণ অক্ষয় কুমারের সঙ্গে চিট্টির ভূমিকায় রজনীকান্তের লড়াই। এছাড়া এ্যামি জ্যাকসনকে দেখা গেছে রোবটের ভূমিকায়।
দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকরের পরিচালনায় সিনেমাটিতে রজনীকান্ত ও অক্ষয় কুমার ছাড়াও আরও অভিনয় করেছেন, আদিল হুসাইন, সুধাংশু পাণ্ডে প্রমুখ। হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু, জাপানিজ এবং চাইনিজসহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি দেয়া হবে। বিখ্যাত সংগীত পরিচালক এ. আর রহমান সিনেমাটির মিউজিক ডিরেক্টর হিসেবে আছেন।
এর আগে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন সিনেমা ‘রোবট’ ভারতীয় উপমহাদেশে বিশ্বে আলোড়ন তুলেছিলো। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল ‘এন্থিরাম’। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমার তালিকায় রয়েছে সিনেমাটি। সিনেমাটিতে তিন হাজার টেকনিশিয়ান কাজ করেছেন বলে জানা যায়।