ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গণসঙ্গীত শিল্পী ড. ভূপেন হাজারিকা স্মরণে ‘আজ জীবন খুঁজে পাবি’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সোমবার সন্ধ্যা ৬ টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই গুনী শিল্পীর ৭ম প্রয়াণ দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। ২০১১ সালের ৫ নভেম্বর প্রয়াত হন এই কিংবদন্তী সঙ্গীতশিল্পী। এই দিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা।
‘আজ জীবন খুঁজে পাবি’ শীর্ষক আলোচনা সভায় বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুদক্ষিণা শর্মা, ঋষিরাজ শর্মা, ড. সঙ্গীতা কাকতী ও অভিজিৎ কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী। আলোচনা সভা শেষে সমবেত সঙ্গীত পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল এবং সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল।
১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর ভারতের আসামে জন্মগ্রহণ করেন ভূপেন হাজারিকা। ১০ বছর বয়সে গানের হাতিখড়ি। ওই সময় থেকে তিনি গানও লিখতে আরম্ভ করেন। শিশুশিল্পী হিসেবে আসামের চলচ্চিত্রেও কাজ করেন তিনি। ভূপেন হাজারিকা বাংলা, হিন্দিসহ বিভিন্ন ভাষায় অসংখ্য গান গেয়েছেন। বাংলাদেশের ‘সীমানা পেরিয়ে’ সিনেমায় সঙ্গীত পরিচালনা করেন ভূপেন হাজারিকা। সেই সিনেমার বিখ্যাত গান ‘মেঘ থম থম করে’ বিপুল জনপ্রিয় এখনও। একাত্তরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর কালজয়ী গানগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে।