নিজস্ব প্রতিবেদক:
লোকসঙ্গীতের চর্চায় ও প্রসারে চতুর্থ বারের মতো আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব ২০১৮’। রাজধানীর আর্মি স্টেডিয়ামে নভেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হয়ে চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এবারে প্রায় পৌনে দুইশো’র দেশি বিদেশি ফোক ঘরানার শিল্পীর সমাগম হবে এ আসরে। আগের চেয়ে আরও জমকালো আয়োজন হবে এ ফোক ফেস্ট।
সোমবার সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এমন সব তথ্য জানান সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনস লিমিটেড এর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েল লিটু, ঢাকা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন এবং সংসদ সদস্য ও লোকসঙ্গীত সম্রাজ্ঞী খ্যাত তারকা শিল্পী মমতাজ বেগম।
সংবাদ সম্মেলনে অঞ্জন চৌধুরী বলেন, সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক লোকসঙ্গীত। গত তিন বছরের মতো এবারও আর্মি স্টেডিয়ামেই হবে লোকসঙ্গীতের আন্তর্জাতিক এই আসর। তবে এবার আরও জমকালো আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, লোকসঙ্গীত আমাদের নিজস্বতা বহন করে। লোকজ সঙ্গীতের তাল, লয় ও ছন্দের অপূর্ব সংমিশ্রণে খুঁজে পাওয়া যায় আত্মার শান্তি ও স্রষ্ঠার সান্নিধ্য।
লোকসঙ্গীতের আসরটিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আসর দাবী করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লোকসঙ্গীতের আসর ‘ঢাকা ইন্টারনেশনাল ফোক ফেস্ট’। আগামী ১৫ নভেম্বর থেকে যা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটি চলবে তিন দিনব্যাপী, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।
সংবাদ সম্মেলনে শিল্পীদের নাম ঘোষণা করা হয়। জানানো হয়, অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশ থেকে মোট ১৭৪ জন শিল্পী ফোক ফেস্টে উপস্থিত থা্কেবে। এ সব শিল্পীর মধ্যে ফোক সম্রাজ্ঞী মমতাজ, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, অর্ণব, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো ও ভাবনা নৃত্যদলকে দেখা যাবে। এছাড়া ভারত থেকে আসবে ওয়াদালি ব্রাদার্স, রাঘু দিক্ষিত, সাত্যকি ব্যানার্জি। পাকিস্তান থেকে শাফাকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেন থেকে লাস মিগাস উপস্থিত থাকবেন।
বরাবরের মতো দর্শকরা এবারও বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব ২০১৮’ উপভোগ করতে পারবেন। ৭ নভেম্বর থেকে শুরু হবে এর রেজিস্ট্রেশন। যা চলবে টানা পাঁচ দিন। রেজিস্ট্রেশন করতে dhakainternationalfilkfest.com এই ওয়েব সাইটে যেতে হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে । রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের স্ক্যান কপি প্রয়োজন হবে।