ভারতীয় দূতাবাস ঢাকার আয়োজনে ১৬ নভেম্বর রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে রাত ৮টায় বসছে দিওয়ালি কনসার্ট ২০১৮। দিওয়ালি কনসার্টের এ আসরে গান গাইবেন জনপ্রিয় তিন সঙ্গীতশিল্পী শংকর মহাদেবন, এহসান নুরানী ও লয় মেন্দোনসা। সুরের মূর্ছনায় বাংলাদেশের শ্রোতাদের মাতাতে ঢাকার মঞ্চে পারফর্ম করবে তারা।
যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, ধানমন্ডির ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার এবং গুলশানের খাজানা রেস্টুরেন্টে কনসার্টের টিকিট পাওয়া যাবে। কনসার্টের টিকিটের মূল্য দুই হাজার টাকা এবং এক হাজার টাকা।
বসুন্ধরা গ্রুপ ও বেঙ্গল গ্রুপ অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে। শংকর-এহসান-লয় এর আগে ২০১১ সালে ঢাকায় আয়োজিত বিশ্বকাপ ক্রিকেটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন।