নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি চার বছরে পা দিলো। ২০১৫ সালের ১৮ নভেম্বর শুরু হয় টেলিভিশনটির দেশব্যাপী পূর্ণাঙ্গ সম্প্রচার কার্যক্রম।
গত তিন বছর ধরে টিভি চ্যানেলটি বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। বিশেষ করে বিদেশী আমদানিকৃত প্রযোজনা টেলিভিশনটিকে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। এর ফলে দর্শকপ্রিয়তায় অন্য মাত্রায় পৌছেছে দীপ্ত টিভি। দর্শকদের রুচি ও ভালো লাগাকে গুরুত্ব দিয়ে মানসম্পন্ন অনুষ্ঠান প্রচার করায় জনপ্রিয়তা বাড়ছে টেলিভিশন চ্যানেলটির এমনটাই মনে করে দীপ্ত টিভি কর্তৃপক্ষ।
দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে: পালকি, খুঁজে ফিরি তাকে, অপরাজিতা, খেলাঘর, অলি, ওরা থাকে ওধারে ও মধ্যবর্তিনী। এছাড়া দীপ্ত টিভির বিপুল জনপ্রিয় ইতিহাসভিত্তিক বিদেশী ডাবিংকৃত সিরিয়াল ‘সুলতান সুলেমান’ শেষ হয়েছে। রোমাঞ্চকর ভিন্ন ধারার তুর্কি সিরিয়াল এইযেল ও বিপুল জনপ্রিয়। বিদেশি ডাবিং করা কার্টুন বেনটেন ও দর্শকপ্রিয়তায় রয়েছে।
সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘দীপ্ত প্রভাতী’, কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’ ছাড়াও দীপ্ত টিভির সংবাদ, মুক্তিযুদ্ধ, ইতিহাসসহ সাম্প্রতিক বিষয় নিয়ে নির্মিত বিভিন্ন তথ্যচিত্র জনপ্রিয়তা পেয়েছে।
দীপ্ত টিভির প্রায় ৪০০ জন কর্মী, ৬টি শুটিং স্টুডিও ও ৭টি ডাবিং স্টুডিও রয়েছে। রোববার তৃতীয় বর্ষপূর্তিতে দিনব্যপী বিশেষ অনুষ্ঠান প্রচার করে দীপ্ত টিভি। বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সরাসরি প্রচারিত হয় ‘দীপ্ত উল্লাস’। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নাদিয়া, তমা মির্জা এবং চাঁদনি। গান পরিবেশন করেন প্রতিক হাসান, বাঁধন, রাফাত, ঐশী, কিশোর, কনা, রাজিব, লিজা, সাব্বির, মুহিন, ফকির শাহাবুদ্দিন, শাহানাজ বেলী, আতিক হাসান এবং নাসির।