বিশিষ্ট চলচ্চিত্র কাহিনীকার, চিত্রনাট্যকার, অভিনেতা ও পরিচালক আমজাদ হোসেন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর ছেলে সোহেল আরমান জানিয়েছেন, রোববার সকালে বাসায় আমজাদ হোসেনের স্ট্রোক হলে তাঁকে দ্রুত রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করারো হয়।
চিকিৎসক শহীদুল্লাহ সবুজের তত্ত্বাবধানে আছেন আমজাদ হোসেন। তিনি জানান, ‘এটাকে আমরা বলি ইশকেমিক স্ট্রোক। এ ধরনের রোগীর অবস্থা ৭২ বা ৯৬ ঘণ্টা না গেলে বোঝা যায় না। এই সময়টা পার হওয়ার পর তাঁর সম্পর্কে পুরোপুরি ধারণা পাব। তখন তাঁর চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারব। আমজাদ হোসেনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন।
১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেন নির্মাতা আমজাদ হোসেন। তিনি শৈশব থেকেই সাহিত্যচর্চা করতেন। পঞ্চাশের দশকে ঢাকায় এসে সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে জড়িত হন।
প্রথমে অভিনয় দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করলেও পরে সহকারী পরিচালক হিসেবে জহির রায়হানের সঙ্গে কাজ শুরু করেন। এরপর নিজেই চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তাঁর কালজয়ী সিনেমা ‘গোলাপী এখন ট্রেনে’ ও ‘ভাত দে’সহ তিনি ‘কসাই’, ‘নয়নমণি’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’সহ অসংখ্য ছবি নির্মাণ করেন।