দেশব্যাপী স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী অনুষ্ঠিত হবে বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮। আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দেশের ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যাবস্থাপনায় এ আয়োজন করা হয়েছে।
এ আয়োজনে বরাবরের মতো সারাদেশ থেকে অনেক চলচ্চিত্র জমা পড়েছে। এ থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলো আয়োজনে প্রদর্শন হবে। এ থেকে নির্বাচিত হবে সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা ও কলাকুশলী। ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে চলচ্চিত্র। আয়োজনের আগে নির্বাচিত চলচ্চিত্রগুলোর তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ।
৮ ডিসেম্বর বিকাল ৫টায় রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান।