পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও হীরালাল সেনের ১৫০তম জন্মজয়ন্তীর বছর উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব বাংলাদেশ (এফএফএসবি)। এফএফএসবি ১৯৭৩ সালে যাত্রা শুরু করে।
হীরালাল সেন বাংলা তথা উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক। এ বছর ছিলো তাঁর ১৫০তম জন্মজয়ন্তী। এই দুটি উপলক্ষকে একত্র করে এ আয়োজনটি করা হচ্ছে।
আগামী ২৫ নভেম্বর রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল সাড়ে ৫ টায় শুরু হবে অনুষ্ঠান। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও চলচ্চিত্র সংসদকর্মী হাশেম সূফী সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় নিয়ে আলোচনা করবেন।
এরপর উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার ও চলচ্চিত্র ব্যক্তিত্ব হীরালাল সেনের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা হবে। হীরালাল সেনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ, চলচ্চিত্র গবেষক ও লেখক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ ও চলচ্চিত্র গবেষক স্বজন মাঝি। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি আয়োজনে সভাপতিত্ব করবেন।
এরপর ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উদ্যোগে ও দেশে ক্রিয়াশীল চলচ্চিত্র সংসদসমূহের আয়োজনে ২০১৭ সালে বছরব্যাপি আয়োজিত ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’ এর শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
নির্মাতা শৈবাল চৌধুরী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভূমিকম্পের পরে’ প্রদর্শন করা হবে এ আয়োজনে।