ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও হীরালাল সেনের ১৫০তম জন্মজয়ন্তীর বছর উপলক্ষে আলোচনা সভায় হীরালালকে স্মরণে নানা উদ্যোগ গ্রহণে সরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান জানিয়েছেন উপস্থিত বক্তারা। হীরালাল স্মরণে স্মারক ও বিভিন্ন পুরস্কার আয়োজনে সরকারের দৃষ্টি আকর্ষণে স্মারকলিপি দেওয়ার কখাও বলেন তারা। এ জন্য চলচ্চিত্রসংশ্লিষ্টদের এগিয়ে আসতে মত দেন বক্তারা।
রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব বাংলাদেশ (এফএফএসবি) এর সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুনের সঞ্চালনায় সভায় হীরালাল সেনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ, ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ ও চলচ্চিত্র গবেষক স্বজন মাঝি। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও চলচ্চিত্র সংসদকর্মী হাশেম সূফী সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় নিয়ে আলোচনা করেন।
সভায় ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মত দেন বর্তমান ফিল্ম আর্কাইভের সামনের রাস্তাকে হীরালাল সেন সড়ক হিসেবে নামকরণ করা যেতে পারে। এ জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরষ্কারকে হীরালাল সেনের নামে নামকরণের পক্ষে মত দেন। এছাড়া হীরালালকে জাতীয়ভাবে পালন করতে হবে। তাকে নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ করতে হবে। এছাড়া হীরালাল সেনের জন্মভিটায় একটি মনুমেন্ট নির্মাণে উদ্যোগে নেওয়ার কথাও জানান তিনি।ন
অনুপম হায়াত বলেন, হীরালাল সেনকে নিয়ে এরকম বায়বীয় আলোচনা করে কোন লাভ হচ্ছেনা। হীরালাল সেনকে প্রামাণ্যকরণ করতে হবে। যদিও তার সৃষ্টি সিনেমাগুলো পুড়ে ভস্ম হয়ে গেছে। কিন্তু যেখানে তার যা সম্পদ আছে সেগুলো সংগ্রহ করে প্রামাণ্যকরণের জন্য কিছু করা দরকার। তাকে নিয়ে গবেষণা হচ্ছে। সেই গবেষণায় এগুলো সংগ্রহ করতে হবে। হীরালাল সেন স্মরণে স্মারকগ্রন্থ প্রকাশ করতে হবে। এ জন্য ফিল্ম আর্কাইভ বা চলচ্চিত্র ইনস্টিটিউটগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ বলেন, হীরালাল সেনকে নিয়ে সরকারী বেসরকারী বিভিন্ন ভাবে নানা কর্মকাণ্ড করার আশ্বাস দেওয়া হলেও তেমন কিছুই হচ্ছেনা। এর জন্য চলচ্চিত্র সংগঠনসহ সংশ্লিষ্টদের এ ব্যপারে আরও সোচ্চার হতে হবে। হীরালাল সেনকে নিয়ে বিভিন্ন ভাবে গবেষণা হচ্ছে জানিয়ে এ জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান তিনি।
চলচ্চিত্র গবেষক স্বজন মাঝি হীরালাল সেনকে নিয়ে গবেষণা করতে গিয়ে তার বিভিন্ন অভিজ্ঞতার কথা জানান।
আলোচনা সভা শেষে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উদ্যোগে ও দেশে ক্রিয়াশীল চলচ্চিত্র সংসদসমূহের আয়োজনে ২০১৭ সালে বছরব্যাপি আয়োজিত ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’ এর শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এরপর শৈবাল চৌধুরী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভূমিকম্পের পরে’ প্রদর্শন করা হয়।