কবি ও নির্মাতা কামরুজ্জামান কামুর বহুল আলোচিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দি ডিরেক্টর’ দীর্ঘদিন সেন্সরে আটকে থাকার পর মুক্তি পাচ্ছে শীঘ্রই। তবে বড় পর্দায় নয়, একই সঙ্গে অনেক মানুষের কাছে পৌছাতে অনলাইনে ছবিটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন নির্মাতা।
২০১৩ সালে সেন্সরে জমা পড়ে কামরুজ্জামান কামুর ‘দি ডিরেক্টর’ সিনেমাটি। দীর্ঘদিন ছবিটি সেন্সরবোর্ডে আটকে থেকে ২০১৫ সালে ছাড়পত্র পায় ছবিটি। প্রায় তিন বছর পর এবার ছবিটি মুক্তি দিচ্ছেন নির্মাতা। উপযুক্ত পরিবেশক না পাওয়ায় ছবি মুক্তিতে দেরি হয়েছে বলে জানান নির্মাতা।
‘সান বিডিটিউব’ নামের ইউটিউব চ্যানেলে ছবিটি মুক্তি দেয়া হচ্ছে জানিয়ে নির্মাতা কামরুজ্জামান কামু বলেন, অসংখ্য মানুষ ‘দি ডিরেক্টর’ দেখতে অপেক্ষায় আছেন। যারা নিয়মিত ছবিটির খোঁজ খবর জিজ্ঞেস করেন, তাদেরকে সিনেমাটা দেখাতে চাই। শিগগির চলচ্চিত্রটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। বাকিটা দর্শক বিচার করবেন।