নিজস্ব প্রতিবেদক :
বাক্শিল্পাচার্য নরেন বিশ্বাসের প্রয়াণ দিবসে নরেন বিশ্বাস স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কন্ঠশীলন। মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬ টায় এ আয়োজনে নরেন বিশ্বাসের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন তাঁর সহকর্মী নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিক উল্লাহ খান।
বাংলা উচ্চারণ বিশারদ ও গবেষকের প্রয়াণ দিবস উপলক্ষে এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন কন্ঠশীলনের সভাপতি গোলাম সারোয়ার।
তিনি জানিয়েছেন, অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী বুলবুল ইসলাম সংগীত পরিবেশন করবেন। বাক্শিল্পীর স্বকণ্ঠে ধারণকৃত আবৃত্তি এবং দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পীদের পরিবেশনা থাকছে অনুষ্ঠানে।
কবিতা আবৃত্তি করবেন অধ্যাপক কাজী মদিনা, বেলায়েত হোসেন, শিমুল মুস্তাফা, ড. শাহাদৎ হোসেন নিপু, ফয়জুল আলম পাপ্পু, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, মাসুম আজিজুল বাশার, শব্দসৈনিক আশরাফুল আলম, মো: আহকাম উল্লাহ, রেজীনা ওয়ালী লীনা, কাজী মাহতাব সুমন, ফয়জুল্লাহ সাঈদ, খালেক মল্লিক, নাজমুল আহসান তরুণ, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ইকবাল খোরশেদ, মাসকুর এ সাত্তার কল্লোল, আহসান উল্লাহ কমাল, সোহেল আনোয়ার, মাসুদুজ্জামান, সুপ্রভা সেবতি, ডালিয়া আহমেদ, রফিকুল ইসলাম, আলোক বসু, নাজমুল আহসান, শামসুজ্জোহা, তামান্না তিথি, শহিদুল ইসলাম নাজু।