পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কিংবদন্তী চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের দাফন কাজ সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে রাজধানী ঢাকার মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাধিত করা হয়।
এর আগে সকাল এগারোটায় শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় আনোয়ার হোসেনের লাশ। সর্ব সাধারণের শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, চলচ্চিত্রের কিংবদন্তী এই সিনেমাটোগ্রাফার ১ ডিসেম্বর শনিবার ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি প্যারিসে পরিবার নিয়ে থাকতেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন। অংশ নিয়েছেন বেশ কিছু চলচ্চিত্রের অনুষ্ঠানেও।
সূর্য দীঘল বাড়ি, এমিলের গোয়েন্দা বাহিনী, পুরস্কার, অন্য জীবন, লালসালুসহ অসংখ্য চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন তিনি। ফোনিক্স ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ‘ইন্টারনেশনাল স্যালন ২০১৮’-এর বিচারক হিসেবে ছিলেন তিনি।
‘সূর্য দীঘল বাড়ী’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘পুরস্কার’, ‘অন্য জীবন’ এবং ‘লালসালু’র জন্য শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।