আগামীকাল ৬ ডিসেম্বর বাংলাদেশের প্রয়াত গুণী চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মদিন। তাঁর এই জন্মদিনে বাংলাদেশ তথা সারাবিশ্বে এক চমক অপেক্ষা করছে। আর তা হলো টেক জায়ান্ট গুগল তাদের ডুডলের মাধ্যমে তারেক মাসুদকে স্মরণ করবে। এই প্রথম বিশ্বব্যাপী গুগলের ডুডলে কোন বাংলাদেশি সম্পর্কে জানা যাবে। এ মাধ্যমে সারাবিশ্বের মানুষ তারেক মাসুদ সম্পর্কে জানতে পারবেন।
এর আগে শামসুর রহমান, হুমায়ূন আহমেদসহ অনেককে গুগল ডুডলে শুধুমাত্র বাংলাদেশের অডিয়েন্সে দেখানো হয়। এবারই প্রথম কোনো বাংলাদেশিকে বিশ্বব্যাপী এভাবে দেখা যাবে। তারেক মাসুদকে এ সম্মান দেওয়ায় গুগল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ।
ক্যাথরিন মাসুদ বলেন, ‘গুগল তারেক মাসুদকে শ্রদ্ধা জানাচ্ছে, এটা আমার জন্য আনন্দের। তারেক ছিলেন বাংলাদেশের অগ্রগামী নির্মাতাদের একজন এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তিনি বাংলাদেশের জন্য ছবি তৈরি করলেও তার ছবিগুলো পুরো পৃথিবীর কথা বলে।’
এদিকে জানা যায়, এ মাসে প্রকাশিত হবে তারেক মাসুদকে নিয়ে লেখা বই ‘চলচ্চিত্রকথা’। তারেক মাসুদের নির্বাচিত বক্তৃতা ও বিভিন্ন সময়ে দেয়া সাক্ষাৎকার নিয়ে বইটি লেখা হয়েছে। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও কথা প্রকাশ যৌথভাবে বইটি প্রকাশ করছে। বইটি সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ, প্রসূন রহমান, বেলায়েত হোসেন মামুন এবং আফতাব হোসেন।
তারেক মাসুদ এক নতুন ধারার চলচ্চিত্র নির্মাণের পথ তৈরি করেছিলেন বাংলাদেশে। তাঁর চলচ্চিত্র ‘মাটির ময়না’ প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিল।
তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে মুক্তির গান, মুক্তির কথা, আদম সুরত, মাটির ময়না, অন্তর্যাত্রা ও রানওয়ে। যেগুলো দেশে বিদেশে অনেকগুলো পুরস্কার অর্জন করেন। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ।