রায়হান রাফী পরিচালিত সিনেমা‘দহন’ বেশ সাড়া জুগিয়েছে দর্শকদের মধ্যে। গত ৩০ নভেম্বর ছবিটি দেশের ৪৭টি সিনেমা হলে মুক্তি পায়। ছবিটি দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শক পছন্দের শীর্ষে জায়গা করে নেয়। দর্শক চাহিদার কথা মাথায় রেখে দ্বিতীয় সপ্তাহে বাড়ানো হয়েছে ছবিটির হল সংখ্যা। এ সপ্তাহে দেশের ৭৬টি হলে ছবিটি মুক্তি পেয়েছে।
দেশের রাজনৈতিক সহিংসতায় নিরীহ মানুষের প্রাণ যায়, বোমা মারার অপরাধে তুলার মতো রাস্তার ছেলের বিচার হয়। অধরা থেকে যায় রাজনৈতিক মহারথীরা। ছবিটি একজন আত্নদহনে পোড়া তুলার মর্মবেদনা তুলে ধরা হয়েছে। এরকম একটা সময়পোযোগী কাহিনী নিয়ে নির্মিত মৌলিক সিনেমাটি সারাদেশের সিনেমাপ্রেমী দর্শকদের মনে জায়গা করে নেয়। ছবিটিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছে সিয়াম ও পূজা। সন্তোষজনক দর্শক পাওয়ায় খুশি সিনেমা হলের মালিকরাও। সন্তুষ্ট ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও দহনের প্রযোজক আবদুল আজিজ বলেন, প্রথম সপ্তাহে ছবিটি বাম্পার ব্যবসা করেছে। এ জন্য দর্শক চাহিদার কথা মাথায় রেখে দ্বিতীয় সপ্তাহে প্রায় দ্বিগুণ হল পেয়েছে ছবিটি। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, মধুমিতা সিনেমা, বলাকা সিনেওয়ার্ল্ড, চিত্রামহল সিনেমা, রানীমহল সিনেমা, চম্পাকলি সিনেমাসহ দেশের প্রেক্ষাগৃহতে ছবিটি চলছে। শীঘ্রই বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।
সিয়াম ও পূজা ছাড়াও সিনেমাটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ। এতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, রাজ রিপা, শিমুল খান, হারুন রশিদ, রাইসা, সুষূমা প্রমুখ।