প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে যাওয়ার অপেক্ষায় আছে জান্নাতুল ফেরদৌস ঐশী। এ অপেক্ষা আলোর মুখ দেখবে যদি তাকে ভোট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ঐশীর জন্য এখন ভোট দরকার। তাকে ভোট দেওয়া যাবে ৮ ডিসেম্বর মিস ওয়ার্ল্ড-এর গ্র্যান্ড ফিনাল শুরুর আগ পর্যন্ত। ঐশী জানিয়েছেন ফাইনালে যেতে নিজের সর্বোচ্চ দিয়ে লড়ছেন তিনি।
৮ ডিসেম্বর শনিবার চীনের সানাই শহরে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড ফিনালে। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় জুম টেলিভিশন মিস ওয়ার্ল্ড ফাইনাল পর্বটি সরাসরি সম্প্রচার করবে।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা বিশে জায়গা করে নিয়েছে ঐশী। ৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নেয়া ঐশী গ্র্যান্ড ফিনাল শেষে দেশে ফিরবেন ১০ ডিসেম্বর।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের রাজদর্শন মিলনায়তনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’–এর গ্র্যান্ড ফিনালের আয়োজনে সেরা ১০ সুন্দরীর মধ্যে সেরা হিসেবে নির্বাচিত হন ঐশী।