শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ৬৪ জেলায় একযোগে শুরু হয়েছে ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’। এ উৎসবে ৪৮টি স্বল্পদৈর্ঘ্য এবং ২২টি প্রামাণ্যচিত্রসহ মোট ৭০টি সিনেমা প্রদর্শন করা হবে।
শনিবার বিকাল ৫টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। উৎসবে বিশিষ্ট চলচ্চিত্রকাররা উপস্থিত ছিলেন।
দেশীয় চলচ্চিত্রের বিকাশ ও উন্নয়ন এবং সুষ্ঠু ও নির্মল চলচ্চিত্র আন্দোলনের অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে বলে জানান শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
তিনি জানান, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উভয়ক্ষেত্রে পৃথকভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি পুরস্কার প্রদান করা হবে। স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উভয়ক্ষেত্রে পৃথকভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য থাকবে ১ লাখ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৫০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২৫ হাজার টাকা।
আগামি ১৫ ডিসেম্বর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের সমাপনী দিনে পুরস্কার ঘোষণা করা হবে এবং উৎসবে অংশগ্রহণকৃত চলচ্চিত্রের সকল নির্মাতাদের সনদপত্র প্রদান করা হবে।
উৎসবের প্রথম দিন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রযোজিত তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঝুমুর আসমা জুঁই নির্মিত পুতুল পুরাণ, জুয়েইরিযাহ মউ নির্মিত ভয়, স্বজন মাঝি ও অসীম সরকারের গল্প সংক্ষেপসহ মোট আটটি চলচ্চিত্র প্রদর্শন হচ্ছে। ৮ দিনব্যাপী চলচ্চিত্রের এই আয়োজনটি শেষ হবে ১৫ ডিসেম্বর।