গেল বছর মুক্তিযুদ্ধের ছবি ‘ভুবন মাঝি’ নির্মাণ করে আলোচনায় আসেন মেধাবী নির্মাতা ফাখরুল আরেফিন খান। বছর ঘুরতেই আরেকটি ছবির পরিকল্পনা গ্রহণ করলেন তিনি। এ ছবিতে বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে কলকাতার প্রভাবশালী এক অভিনেতা অভিনয় করবেন বলে জানা গেছে। যদিও তা এখনই স্পষ্ট নয়। রেজা আরিফের লেখা চিত্রনাট্যে লেখা ছবির নাম ‘গণ্ডি’।
৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন মানুষের গল্প ফুটে উঠবে এ ছবিতে। দেখানো হবে এই বয়সে দুজনের বন্ধুত্ব কেমন হয়, পরিবার এবং আশপাশের মানুষ সেটাকে কীভাবে নেয়, এরকম ফ্যান্টাসির ছবি ‘গণ্ডি’। সূবর্ণার সঙ্গে ‘ফেলুদা’ খ্যাত কলকাতার অভিনেতা সব্যসাচী চক্রবর্তী অথবা গায়ক অঞ্জন চৌধুরীকে নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
বাংলাদেশ থেকে ছবিতে আরও অভিনয় করবেন অপর্ণা সেন ও মাজনুন মিজান। আছেন কলকাতার পায়েল। লন্ডনে শুটিং হবে। ইতিমধ্যে ছবির পাত্রপাত্রী নিয়ে সেখানে অবস্থান করছেন পরিচালক। ১২ তারিখ থেকে শুটিং শুরু হয়ে চলবে ১৮ তারিখ পর্যন্ত। আগামী বছরের মার্চ থেকে এর দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে বলে জানা গেছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পাবে বলেও শোনা যায়।