কাজী হায়াৎ পরিচালিত নতুন সিনেমা ‘বীর’ শুরু হয়েছে একটি গান রেকর্ডিংয়ের মাধ্যমে। আর এই গানে কণ্ঠ দিবেন খোদ ছবির নায়ক শাকিব খান। দু’একদিনের মধ্যেই গানের রেকর্ডিং হবে বলে জানা গেছে।
মঙ্গলবার ঢাকার মগবাজারের একটি স্টুডিওতে এ গানের আবহ সংগীত ধারণ করা হয়। এ সময় শারীরিক অসুস্থতা নিয়েই রেকর্ডিংয়ে উপস্থিত ছিলেন পরিচালক কাজী হায়াৎ। শাকিব খানের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন মোহাম্মদ ইকবাল।
এ বিষয়ে ইকবাল বলেন, মগবাজারের এক স্টুডিওতে আমরা ছবির একটি গানের মিউজিক রেকর্ডিং করেছি। এরই মধ্য দিয়ে আমরা ছবির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। দু-একদিনের মধ্যে আমরা গানের রেকর্ডিং করব। গানে কণ্ঠ দেবেন নায়ক শাকিব খান। এর আগে শাকিব খান ‘মনের জ্বালা’ ছবিতে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন, সেখানে এক প্যারা গেয়েছিলেন তিনি। কিন্তু এই ছবিতে তিনি পুরো একটি গানই গাইবেন।