আগামী ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় চ্যানেল আই, মাছরাঙ্গা ও গাজী টেলিভিশনে একযোগে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে বহুল আলোচিত ডকুড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। ছবিটির পরিবেশক শাউসুল আলম শাওন বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত ১৬ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্মিত ডকু-ড্রামাটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। প্রথম সপ্তাহে মাত্র চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। দর্শক চাহিদার কারণে পরে দ্বিতীয় সপ্তাহে ছবিটি মুক্তি পায় ৩১টি প্রেক্ষাগৃহে।
আপামর মানুষের চাহিদার কথা বিবেচনায় এবার টিভি প্রিমিয়ার করা হচ্ছে ছবিটি। সিআরআই এর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন পিপলু খান।
‘হাসিনা: অ্যা ডটারস টেল’ টিভি প্রিমিয়ার করার সিদ্ধান্ত হলেও রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের সিলভারে স্ক্রিনে এখনো চলছে ছবিটি।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান আর নৈকট্যের গল্পগুলো নিয়ে নির্মিত হয়েছে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ ডকুড্রামাটি।
নির্মাতা বলছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গল্প নয়। এটি একজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার গল্প।