হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও সম্পাদক সাইদুল আনাম টুটুল। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার রাত ২টায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখেন।
সম্প্রতি সরকারি অনুদানে ‘কালবেলা’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছেন তিনি। ২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনী’ অবলম্বনে ‘কালবেলা’ ছবি নির্মাণ করা হচ্ছে।
সাইদুল আনাম টুটুল ডিরেক্টরস গিল্ডের প্রথম সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য। তিনি ২০০৩ সালে ‘আধিয়ার’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে ব্যাপক প্রশংসিত হন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক। তিনি ‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্র সম্পাদনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
এছাড়া তিনি সালাউদ্দিন জাকী নির্মিত ঘুড্ডি, শেখ নেয়ামত আলী নির্মিত দহন, মোরশেদুল ইসলাম নির্মিত দীপু নাম্বার টুসহ বহু সিনেমার সম্পাদক ছিলেন।