সঙ্গীত রিয়েলিটি শো ‘চ্যানেল আই গানের রাজা’র মেগা অডিশন শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ৪ নম্বর স্টুডিওতে এই মেগা অডিশন পর্ব শুরু হয়। দেশের সবগুলো বিভাগ থেকে প্রাথমিকভাবে ২০ হাজারের বেশী প্রতিযোগির মধ্য থেকে ৫৩ জনকে নির্বাচন করা হয়। প্রথমদিনের মেগা অডিশনে ১৬ জন প্রতিযোগী অংশ নেয়। শিশুদের নিয়ে করা আয়োজনে সঙ্গীতশিল্পী ইমরান এবং কোনাল বিচারক হিসেবে আছেন। ৬-১৩ বছরের শিশুরা এতে অংশ নেয়।
চ্যানেল আই সুপারস্টার মুমতাহিনা টয়া এই মেগা অডিশন উপস্থাপনা করছেন। ‘শিশুদের মনন বিকাশে, গান এবং ফান’ স্লোগানে ‘এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আই-গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস’ পরিচালনা করছেন তাহের শিপন।
জানা যায়, ৫৩ জন প্রতিযোগির মধ্যে প্রথমদিন মেগা অডিশনে অংশ নিয়েছে ১৬ জন। দ্বিতীয়দিন ১৯ জন এবং তৃতীয়দিন ১৮ জন প্রতিযোগি অংশ নেবে। বাছাইকৃত প্রতিযোগির মধ্যে প্রথম ২৪ জনকে নিয়ে অনুষ্ঠিত হবে ‘চমৎকার ২৪’। ৬ জানুয়ারি থেকে শুরু হবে স্টুডিও পর্ব। ‘চমৎকার ২৪’-এ যারা থাকবে তাদের নিয়ে ৪ পর্বের গান অনুষ্ঠিত হবে। এ আয়োজনে নিজের পছন্দ, বিচারকদের পছন্দ, সিনেমার গান, আধুনিক গান, পুরান দিনের গান থাকবে।
‘গানের রাজা’ চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হচ্ছে প্রতি সোম এবং শুক্রবার রাত ৭.৫০ মিনিটে। ‘গানের রাজা’ তে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে কী থাকছে শীঘ্রই তা জানানো হবে।