ঢালিউড কিং শাকিব খান অভিনীত সিনেমা ‘শাহেনশাহ’র শুটিং শেষ হচ্ছে আজ বুধবার। এ ছবিতে তাঁর বিপরীতে কাজ করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। ঢাকার অদূরে পূবাইলে চলছে এ ছবির শেষদিনের শুটিং। ছবির পরিচালক শামীম আহমেদ রনি জানিয়েছেন, আজ বুধবার পুরো শুটিংয়ের কাজ শেষ হচ্ছে।
শামীম আহমেদ রনি জানান, এফডিসি, আফতাব নগরসহ ঢাকার বিভিন্ন লোকেশনে এ ছবির কয়েক লটে শুটিং করা হয়েছে। থাইল্যান্ডে আগেই একটি গানের কাজ শেষ হয়েছে। শুটিং শেষ আজ হলেও আর ৩ টি গানের চিত্রায়ন বাকি আছে। ২৪ তারিখ থেকে ওই গানগুলোর কাজ করবো। দেশের বাইরে থেকে নামকরা একজন কোরিওগ্রাফার থাকবেন। সবগুলো গানের আয়োজন হবে ব্যয়বহুল।
পরিচালক জানান, ‘শাহেনশাহ’ একটি আধুনিক ও মৌলিক গল্পের সিনেমা। বলিউডের ‘শাহেনশাহ’ বলা হয় অমিতাভ বচ্চনকে। এ ছবি মুক্তির পর থেকে ঢালিউডের ‘শাহেনশাহ’ হবে শাকিব খান। তবে নাম ছাড়া দুই শাহেনশাহের মধ্যে কোনো মিল থাকবে না।
গত ৫ সেপ্টেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘শাহেনশাহ’ ছবির মহরত। ২৩ অক্টোবর থেকে ‘শাহেনশাহ’র নির্মাণ কাজ শুরু হয় এফডিসিতে। শাকিব খান, নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাত ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আহমেদ শরিফ, উজ্জ্বল, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ। শাপলা মিডিয়া ছবিটি প্রযোজনা করছে।