অনুষ্ঠিত হয়ে গেলো কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে নির্মিত শুভ্রা গোস্বামী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসা’র প্রিমিয়ার। প্রয়াত চিত্রগ্রাহক ও আলোকচিত্রশিল্পী আনোয়ার হোসেন স্মরণে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হলো। এ ছবিটিতেই শেষ চিত্রগ্রহণ করেছিলেন আনোয়ার হোসেন।
শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছবি প্রদর্শনীর আগে তাঁকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়। তাঁর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন বাংলাদেশের গুণী চলচ্চিত্র নির্মাতা ও গবেষকরা। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালজয়ী ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের অন্যতম নির্মাতা মসিহউদ্দিন শাকের।
আদ্রিতা মুভিজ প্রযোজিত এবং প্ল্যাটফর্ম মিডিয়া অ্যান্ড মার্কেটিং পরিবেশিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন শাওন কৈরী। ১৫ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন, মৌসুমী হামিদ ও শিশু শিল্পী স্লোগান। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
আনোয়ার হোসেন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চিত্রগ্রাহক। তিনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। আনোয়ার হোসেনের চিত্রগ্রহণে বাংলাদেশের প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য ছবি ‘সূর্য দীঘল বাড়ি’ ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘চাকা’।
আনোয়ার হোসেন সিনেমাটোগ্রাফির কারণে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি ‘সূর্য দীঘল বাড়ী’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘পুরস্কার’, ‘অন্য জীবন’, ‘দহন’, ‘হুলিয়া’, ‘চাকা’, ‘চিত্রানদীর পাড়ে’,‘লালসালু’, ‘লালন’ এবং ‘শ্যামল ছায়া’ ছবিতে চিত্রগ্রহণ করেন।
গত ১ ডিসেম্বর শনিবার সকালে রাজধানীর একটি হোটেল কক্ষে মৃত্যু হয় আনোয়ার হোসেনের। ৩ ডিসেম্বর তাঁকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।