সম্প্রতি প্রয়াত হয়েছেন কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও লেখক আমজাদ হোসেন, নির্মাতা সাইদুল আনাম টুটুল এবং সর্বশেষ এবার তোরা মানুষ হ চলচ্চিত্রের অভিনেতা ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সরকার ফিরোজ। গত শুক্রবার আমজাদ হোসেন, বুধবার সাইদুল আনাম টুটুল ও বৃহস্পতিবার সকালে সরকার ফিরোজ প্রয়াত হলেন। এই তিন গুনী মানুষের জন্য শোকে ভাসছে সাংষ্কৃতিক অঙ্গন। এই তিন কিংবদন্তীর জন্য চ্যানেল আই সংলগ্ন মসজিদে শুক্রবার জুমার নামাজের শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।
আমজাদ হোসেন, সাইদুল আনাম টুটুল ও সরকার ফিরোজের আত্মার মাগফিরাত কামনা করে চ্যানেল আই সংলগ্ন মসজিদের ইমাম মোনাজাত করেন। এতে সাধারণ মুসল্লিরা ছাড়াও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবুসহ চ্যানেল আইয়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।
মৃত্যুর এক সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যায় দেশে আসছে আমজাদ হোসেনের মরদেহ। শনিবার দুপুর আড়াইটায় আমজাদ হোসেনের জানাজা চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নির্মাতা সাইদুল আনাম টুটুলের দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। ‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রের সম্পাদনাসহ কালজয়ী সব সিনেমার সম্পাদনা করেছেন তিনি। চলচ্চিত্র ও টেলিভিশন নাটক নির্মাণেও তিনি ছিলেন অনন্য। চ্যানেল আইয়ের আর্কাইভে তার বেশীর ভাগ নাটকগুলো রয়েছে বলে জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। নির্মাতা আমজাদ হোসেন ও সাইদুল আনাম টুটুল এবং অভিনেতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব সরকার ফিরোজের প্রতি শ্রদ্ধা জানিয়ে চ্যানেল আই কার্যালয়ে শোক বই খোলা হয়েছে।