বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নির্মাতা, চলচ্চিত্র সম্পাদক, চলচ্চিত্র সংসদকর্মী ও মুক্তিযোদ্ধা সাইদুল আনাম টুটুল স্মরণে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। জাতীয়ভাবে এই স্মরণসভা করা হবে মঙ্গলবার বিকাল ৪টায়। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
স্মরণ আয়োজনের শুরুতে বিকাল ৪টায় সাইদুল আনাম টুটুল নির্মিত চলচ্চিত্র ‘আধিয়ার’ প্রদর্শিত হবে। সন্ধ্যা ৬টায় হবে আলোচনা অনুষ্ঠান। সভায় সাইদুল আনাম টুটুল স্মরণে স্মৃতিতর্পণ, তাঁর জীবন ও কর্মের বিশ্লেষণমূলক আলোচনা করবে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, সমালোচক ও গবেষকরা আলোচনায় অংশ নেবে।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ ও ফেডারেশন অন্তর্ভুক্ত দেশের সকল চলচ্চিত্র সংসদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ ও ডিরেক্টর’স গিল্ড-এর নেতা ও কর্মীরা সভায় উপস্থিত থাকবে।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন এক বিজ্ঞপ্তিতে চলচ্চিত্রপ্রেমী সব শ্রেণী পেশার মানুষকে এই স্মরণসভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আকস্মিকভাবে গত ১৮ ডিসেম্বর চলচ্চিত্রকার সাইদুল আনাম টুটুল প্রয়াত হয়েছেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে চলচ্চিত্র সংসদ গভীর শোক প্রকাশ করেছে। এই গুনী চলচ্চিত্র নির্মাতার জীবন ও কর্ম নিয়ে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে মঙ্গলবার শিল্পকলা একাডেমীতে। তাঁর এই স্মরণ সভায় চলচ্চিত্র সংসদসহ সবাইকে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি।