নিজস্ব প্রতিবেদক :
এ বছরের ঢালিউড চলচ্চিত্র হাতেগোনা কিছু হিট সিনেমা, কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছে। দু-তিনটি সিনেমা আলোচনায় ছিলো সারাবছর। আর ঢালিউডের কিছু নায়কও ছিলেন আলোচনায়। নিজেদের অভিনয় দক্ষতা, গ্লামার ও লুক দিয়ে আলোচনা তৈরি করেন ঢালিউডের নায়করা। এর মধ্যে বছরজুড়ে আলোচনায় থাকা প্রথম সারির তিনজন নায়কের চিত্র তুলে ধরছে ‘কালচারাল ইয়ার্ড’।
শাকিব খান
বরাবরের মতো ঢালিউডের কিং খান খ্যাত শাকিব খান যেন কিং হয়ে আছেন এ বছরও। তাই ঢালিউডের বানিজ্যনির্ভর সিনেমার প্রধান নায়ক হিসেবে আলোচনায় চলে আসে শাকিব খানেরই নাম। এ বছর দুই বাংলায় বেশকিছু ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষ স্থানটি ধরে রেখেছেন তিনি। বছর শেষে একটি বিজ্ঞাপনেও কাজ করে দারুণ আলোচিত এ নায়ক। এ বছর শাকিব খান সুপারহিরো, আমি নেতা হব, ক্যাপ্টেন খান, চালবাজ, ভাইজান এলো রে, চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা, পাঙ্কু জামাই সিনেমায় অভিনয় করে ব্যপক হিট হন। ছবিগুলোর ব্যবসায়িক সফলতাও ব্যাপক।
এবারের সেরা ছবি হিসেবে যৌথ প্রযোজনার ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’ মাতিয়েছে ঢালিউড ও টলিউড। এছাড়া বাংলাদেশের ছবি‘ক্যাপ্টেন খান’ আলোচনায় ছিল। নতুন নতুন গেটআপ ও লুকও শাকিব খানকে ভক্তদের কাছে তুলে ধরেছে অন্যমাত্রায়।
সিয়াম আহমেদ
রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ এর নায়ক হিসেবে আবির্ভূত হয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বছরজুড়ে ছিলেন আলোচনায়। ঢালিউডে শাকিব খানের পরে বছরের সবচেয়ে হিট নায়ক হিসেবে পরিচিত হন তিনি। ‘পোড়ামন ২’ এর পর ‘দহন’ ছবিতে অভিনয় করে আবারও হিট নায়কের তকমা গায়ে মাখেন তিনি। ছবি দুটি ব্যবসাসফল হয়। পোড়ামন ২- এ সুজন ও দহনে তুলা চরিত্রে ব্যাপক প্রশংসা কুড়ান সিয়াম। তাঁর অভিনয় ছুঁয়ে যায় দর্শক ও সমালোকচকদের। সমলোচকরা বলছেন, পোড়ামন ২- এ গ্রামের এক প্রেমিক ও বিদ্রোহী তরুণের ভূমিকায় অভিনয় করে প্রশংসা পেয় পরের ছবি দহনে শহুরে বখাটে এক তরুণের ভূমিকায় আবির্ভূত হয়ে তাক লাগিয়ে দেন সবাইকে।
নতুন বছরে তৌকির আহমেদ পরিচালিত ছবি ‘ফাগুন হাওয়া’ নিয়ে এখন আলোচনায় সিয়াম আহমেদ। সবাই আশা করছেন ভাষা আন্দোলন নিয়ে করা এ ছবিটিতে নতুন বছরেও আলোচনার শীর্ষে থাকবেন তিনি। সিয়াম আহমেদ নিজেও নতুন বছরকে নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।
চঞ্চল চৌধুরী
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। খুবই স্বল্পসংখ্যক ছবিতে অভিনয় করেছেন। গেল বছর আয়নাবাজি ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান। আর এ বছর হুমায়ূন আহমেদের উপন্যাসের বিখ্যাত চরিত্র মিসির আলী রুপে হাজির হয়ে ঢালিউডে আলোচনার জন্ম দেন। সারা বছরই এ চরিত্রটি পর্দায় দেখার জন্য অধীর আগ্রহ ছিলো দর্শকদের। অবশেষে চঞ্চল চৌধুরীর চরিত্রের ভেতর মিসির আলীকে পর্দায় দেখে তৃপ্ত দর্শক। জয়া আহসান প্রযোজিত ও অভিনীত ‘দেবী’ চলচ্চিত্রের প্রধান আকর্ষণই ছিলেন মিসির আলী চরিত্রের চঞ্চল চৌধুরী।
এছাড়া ‘স্বপ্নজাল’ সিনেমার মধ্য দিয়ে আলোচনায় ছিলেন নবাগত ইয়াশ রোহান, ‘জান্নাত’ সিনেমা দিয়ে সাইমন, ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘নায়ক’ও‘আসমানী’ সিনেমায় অভিনয় করে বাপ্পী চৌধুরী আলোচনায় ছিলেন।