শান্তা আক্তার:
ছোটপর্দায় ও অনলাইন প্লাটফর্মে এবার নাটকে অভিনয় করে সারাবছর আলোচনায় ছিলেন তরুণ মেধাবী কিছু অভিনেতা। সামাজিক ও পারিবারিক সচেতনতামূলক নাটক উপহার দিয়ে দর্শকনন্দিত হয়েছেন এ সব অভিনেতা। বছরের সবচেয়ে আলোচিত ৩ অভিনেতাকে নিয়ে কালচারাল ইয়ার্ড-এর বছর শেষের পর্যবেক্ষণ।
আফরান নিশো
ছোটপর্দার জনপ্রিয় প্রধান অভিনেতা হিসেবে যার নাম এ বছর সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে তিনি হলেন আফরান নিশো। বৈচিত্র্যময় অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। বুকের বাঁ পাশে, ফেরার কেউ নেই, লালাই, শাড়ী, হোম টিউটর, লায়লা- তুমি কি আমায় মিস করোসহ বেশকিছু নাটকে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এছাড়া তাঁর অভিনীত নাটক ঘুরে দাঁড়ানোর গল্প, ছেলেরাও কাঁদে, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, সব গল্প রুপকথা নয়, শোক হউক শক্তি, অনুভবে, শহরে নতুন প্রেমিক অন্যতম।
জিয়াউল ফারুক অপূর্ব
‘বড় ছেলে’ খ্যাত ছোটপর্দার মেধাবী অভিনেতা এ বছরেও তিনি বেশকিছু দর্শকনন্দিত নাটক করে আলোচনায় ছিলেন। তাঁর অভিনীত সবচেয়ে জনপ্রিয় নাটকগুলোর মধ্যে আছে বিনি সুতোর টান, সংসার ও বেকার। এছাড়া শেষ পর্যন্ত, বাস স্টপ, তুমি যদি বলো, তনিমা, আদিত্যের মৌনতা, আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না নাটক করে আলোচনায় ছিলেন তিনি। এ নাটকগুলোতে তাঁর বৈচিত্র্যময় অভিনয় সবার নজর কাড়ে।
রিয়াজ
চলচ্চিত্রের একসময়ের হিট নায়ক রিয়াজ কয়েক বছরে নাটকেও জনপ্রিয়তা অর্জন করেছে। এ বছরও বেশকিছু প্রশংসিত নাটক করে আলোচনার শীর্ষে ছিলেন তিনি। তাঁর অভিনীত প্রবাসীদের নিয়ে নির্মিত নাটক ‘কলুর বলদ’ এ বছরের সবচেয়ে আলোচিত নাটকের একটি। পরবর্তীতে এই নাটকের সিক্যুয়েলও প্রচার হয়। যেখানেও মূল অভিনেতা ছিলেন তিনি। এছাড়াও তাঁর অভিনীত ‘কবির হোসেন একজন কাপুরুষ’ নাটকটিও দর্শকনন্দিত হয়।
মোশাররফ করিম স্বর্ণকার, ফ্যাটম্যান, উগান্ডা মাসুদ ও জমজ ১০ সহ বেশকিছু নাটক করে আলোচনায় ছিলেন। এছাড়াও ইরফান সাজ্জাদ, মাহফুজ আহমেদ, চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, জোভান ছিলেন আলোচনায়।