নতুন বছরের শুরুতে বেসরকারী চ্যানেল দীপ্ত টিভি তিনটি নতুন ধারাবাহিক শুরু করছে। আগামী ৫ জানুয়ারী থেকে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহে ছয়দিন প্রচারিত হবে ধারাবাহিক নাটকগুলো।
বৃহস্পতিবার চ্যানেলটির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের কথা জানান চ্যানেল কর্তৃপক্ষ। চ্যানেলের অনুষ্ঠান প্রধান ফুয়াদ চৌধুরী, সিইও উরফী আহমদ, মার্কেটিং হেড গোলাম মোরশেদসহ নাটকগুলোর শিল্পী কলাকুশলীরা এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, তিন ঘরানার তিনটি নাটক নির্মাণ করা হচ্ছে। ‘খলনায়ক’ নাটকটি পরিচালনা করছেন ফিরোজ কবীর ডলার। নাটকটি লিখেছেন জুনায়েদ হোসেন ও ওয়াহিদুজ্জামান সবুজ। মেহেদী হাসান সোমেনের পরিচালনায় ‘ভালোবাসার আলো-আঁধার’ নির্মিত হয়েছে। নারটকটির চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান। সংলাপ লিখেছেন নুসরাত জাহান। এছাড়া জেন অস্টেন রচিত ‘প্রাইড এন্ড প্রেজুডিস’ এর অনুপ্রেরণায় নাসিমুল হাসানের চিত্রনাট্যে সরোয়ার সৈকতের সংলাপে রাজু খান নির্মাণ করছেন মান অভিমান নাটকটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘খলনায়ক’ সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০মিনিটে, ‘ভালোবাসার আলো-আঁধার’ নাটকটি সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ও রাত ৯টা ৩০মিনিটে, ‘মান অভিমান’ নাটকটি সন্ধ্যা ৭টায় ও রাত ৯টায় সম্প্রচারিত হবে। নাটকগুলো প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার চলবে।