দেশের অন্যতম বৃহৎ নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ নতুন বছরে নিয়ে আসছে নাটক ‘ঈর্ষা’। শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটি মঞ্চস্থ হবে। সৈয়দ শামসুল হকের কাব্যনাটক থেকে নির্মিত নাটক‘ঈর্ষা’ প্রায় এক বছর পর প্রদর্শন হচ্ছে। এটি ‘প্রাঙ্গনেমোর’-এর ৮ম প্রযোজনা। নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
নাটকটি সম্পর্কে অনন্ত হিরা বলেন, সৈয়দ শামসুল হকের কাব্যনাটক থেকে নির্মিত ‘ঈর্ষা’ । কাব্যনাটকের গল্পটি জীবন থেকে জীবনে বিস্তৃত আর দ্বন্দ্ব সংঘাতে মুখর। আছে শিল্পের সঙ্গে শিল্পের দন্দ্ব, আছে শিল্পীর সাথে শিল্পীর দন্দ্বও। আছে মানুষের সঙ্গে মানুষের এবং শিল্পীর সঙ্গে শিল্পীর প্রেম, ভালোবাসা। আছে মানব জীবনের আরেক অপরিহার্য এবং অত্যন্ত গোপন বিষয় শারীরিক সম্পর্ক বা যৌনতার কথা। আছে রূপসী বাংলার, শ্যামল উজ্জ্বল, রূপশালী গর্ভবতী ধানের বাংলার রূপের বর্ণনা, আছে মুক্তিযুদ্ধের মুল্যবোধও। সব মিলিয়ে জীবন ও জীবন উত্তীর্ণ শিল্পের নানা প্রসঙ্গের সম্মিলন ঘটেছে নাটকটিতে।
নাটকটি ৭টি সংলাপ ও ৩টি চরিত্র নিয়ে নির্মিত হয়েছে। নাটকটির সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপের ব্যাপ্তি ১৬ মিনিট।
নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ ও রামিজ রাজু। মঞ্চ পরিকল্পনায় শাহীনুর রহমান, আলো জিল্লুর রহমান, সংগীত রামিজ রাজু ও পোশাক পরিকল্পনায় আছেন নূনা আফরোজ।